ফেসবুকে নিষিদ্ধ তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন। ছবি : সংগৃহীত

নানা বিষয় ও ঘটনায় সরব বাংলাদেশের প্রবাসী লেখক তসলিমা নাসরিন। তির্যক মন্তব্যের জন্য তিনি বরাবরই বিতর্কিত এবং অনেকের অপ্রিয়। তবে এবার তিনি অপ্রিয় হয়ে উঠলেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কাছে।

আজ সোমবার (১ নভেম্বর) সাহিত্যে দুবার আনন্দ পুরস্কার পাওয়া তসলিমা তার টুইটার অ্যাকাউন্টে টুইট করে জানিয়েছেন, ফেসবুক তার অ্যাকাউন্ট (ভেরিফাইড) সাত দিনের জন্য নিষিদ্ধ করেছে। তার অভিযোগ, সত্যকথা বলার অপরাধে আবারো এই কাণ্ড ঘটালো ফেসবুক।

সম্প্রতি তিনি ফেসবুকে ইংরেজিতে লিখেছিলেন, ‘হিন্দুরা কোরান রেখেছে হনুমানের পায়ের উপর—একথা বিশ্বাস করে ইসলামপন্থীরা বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়ি ও মন্দির ধ্বংস করে দিয়েছে। কিন্তু যখন জানা গেলো কোনো হিন্দু নয়—ইকবাল হোসেন নামের একজন কাজটি করেছে তখন ইসলামপন্থীরা চুপ মেরে গেলো, ইকবালের বিরুদ্ধে কিছু করলোও না, বললোও না।’ ‘লজ্জা’, ‘নির্বাচিত কলাম’ ও ‘আমার মেয়েবেলা’র লেখক তসলিমার দাবি, এই কথা বলার কারণেই ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন