বলিউড অভিনেত্রী বিদ্যা বালান যাকে সর্বদা কূর্তি, সালোয়ার কামিজ এবং শাড়িতেই সুন্দরী হিসেবে দেখা যায়। এমনটাই ধারণা তার অনুরাগীদের। তবে বেশ কিছুদিন আগে সবাইকে তাক লাগিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তার অসাধারণ পাশ্চাত্য পোশাক পরা পান্না সবুজ রঙের একটি গাউন পরা অবস্থায় হেটে যাচ্ছেন এমন একটি ভিডিও। যা শেয়ারের পরেই দুই লক্ষ এর অধিক মানুষ পছন্দ করেছিলেন।
আবার ও যেনো এই অভিনেত্রী চমকে দিলেন নেটিজনদের। অভিনেত্রী বিদ্যা বালান সম্প্রতি ভারতীয় ব্রান্ড ‘হু ওর হোয়াট হোয়েন’ এর পোশাক পরে ফটোশুট করেছেন। যেখানে তার পোশাক থেকে শুরু করে পুরো চেহারাতেই যেনো সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। ছবি গুলো প্রকাশ পেয়েছে ‘হু ওর হোয়াট হোয়েন’ এর পেজ থেকে।
ছবিতে দেখা যাচ্ছে, লম্বা স্কার্ট এবং সাবলীল ব্লাউজ যা এই গ্রীষ্মের আবহাওয়ায় আমাদের প্রশান্তি দিবে। পোশাকটি লাইলিং এবং ক্যানকান সহ ডুপ্পিয়ান ফ্রাবিক দিয়ে তৈরি করা হয়েছে।
এই গ্রীষ্মের আবহাওয়ায় আমরা সকলেই আরামদায়ক পোশাক পরতে পছন্দ করি। এই ধরণের সিল্কের পোশাক পরে সবার ভালো লাগবে বলে জানিয়েছেন পেজটির পক্ষ থেকে।