মার্ভেল-এর নতুন ছবিতে ফারহান!

সুপারহিরো ছবিতে এবার ফারহান আখতার। মার্ভেলের ‘মিস মার্ভেল’ ছবিতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউডের এই অভিনেতাকে।

সিনেমাপ্রেমি দর্শকদের কাছে বরাবরই পছন্দের তালিকায় থাকে সুপারহিরো ছবি। আর সেই ছবি যদি নির্মাণ হয়ে থাকে মার্ভেল ষ্টুডিও প্রযোজিত তাহলে নেটিজনদের উৎসাহের কোনো শেষ নেই। মার্ভেল কমিক্স-এর গল্প অনুসারে তৈরি ছবির চাহিদ সারা বিশ্ব জুড়েই।
ইতিপূর্বে এই সংস্থা থেকে নির্মিত হয়েছে জনপ্রিয় সব সুপারহিট সিনেমা। ‘স্পাইডার ম্যান’, ‘থর’, ‘অ্যাভেঞ্জার্স’ এর মতো একের পর এক বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করা জনপ্রিয় সব সুপারহিরো সিনেমা।

এবার এই প্রখ্যাত হলিউডের প্রযোজক সংস্থার নতুন সুপারহিরোধর্মী ছবিতে অন্যতম মুখ হিসেবে দেখা যাবে এই অভিনেতাকে। ইতিমধ্যে ব্যাংককে এই ছবির শুটিং শুরু করেছেন অভিনেতা ফারহান আখতার।
এছাড়াও শীঘ্রই এই অভিনেতার নতুন সিনেমা ‘তুফান’ আগামী ২১শে মে রিলিজ হবে। যেখানে ফারহানকে একজন ফাইটারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

তথ্য সূত্র : হিন্দুস্তান টাইম।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন