মোশাররফ করিম এবার ‘ড্রাইভার’

জনপ্রিয় তারকা মোশাররফ করিম এবার আসছেন ‘ড্রাইভার’ হয়ে। রোমাঞ্চকর এক ক্রাইম থ্রিলার ঘরনার ওয়েব সিরিজ ‘ড্রাইভার’-এ মোশাররফ করিম এর সঙ্গী হচ্ছেন মাহিয়া মাহি ও আরেফিন জিলানী।

বাংলা চলচিত্রের পরিচিত নায়িকা মাহিয়া মাহির চরিত্রের নাম সেহনাজ। আর থিয়েটার থেকে আসা আরেফিন জিলানী অভিনয় করবেন এসপি শুভ চরিত্রে। উল্লেখ্য, ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’ সিনেমায় অভিনয় করেছিলেন মাহিয়া মাহি। তবে মোশাররফ করিমের সঙ্গে এটিই এই পরিচালকের প্রথম কাজ।

‘কোয়াইট অন সেট প্রোডাকশন্স’-এর ব্যানারে সিরিজটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। চলতি মাসেই সিরিজটি আসবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ-এ। পরিচালক নিজে ফেসবুকে এসব তথ্য জানিয়েছেন।
শুরুতে ‘ড্রাইভার’ ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি দেয়ার পরিকল্পনা থাকলেও পরে সিরিজে রূপান্তর করা হয়। মোট তিন পর্বে মুক্তি পাবে সিরিজটি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন