এলো ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, উত্তম কুমারের প্রত্যাবর্তন

৪ ফেব্রুয়ারি মুক্তি পেলো ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’

চল্লিশ বছর পর পরিচালক সৃজিত মুখার্জির হাত ধরে ফের বড় পর্দায় ফিরছেন মহানায়ক উত্তম কুমার। মহানায়কের ৯৫ তম জন্মবার্ষিকীতে সুখবর দিয়েছেন পরিচালক নিজেই।

গত ৩ ফেব্রুয়ারি ফেসবুক সৃজিত জানিয়েছেন, তার পরবর্তী সিনেমা ‘অতিউত্তম‘। শেয়ার করেছেন সিনেমার পোস্টারও। সৃজিত লিখেছেন, ‘টানা চার বছর ধরে গবেষণা করছি। তার (উত্তমের) ৬২টি সিনেমার প্রতেকটি ফ্রেম বারবার দেখেছি। একাধিকবার চিত্রনাট্য নতুন করে লিখেছি। ধুলোপড়া অফিস, বার, ঘিঞ্জি অলিগলি ঘুরে ছবির স্বত্ব অধিকারীদের খুঁজে বের করেছি, তাদের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনীয় কপিরাইট কিনেছি। ভিএফএক্স বিশেষজ্ঞদের সঙ্গে অসংখ্যবার আলোচনায় বসেছি। সাউন্ড ডিজাইনার, সিনেমাটোগঅফার… অবশেষে স্বপ্ন সত্যি হতে চলেছে। শুভ জন্মদিন। আপনি আছেন… এটাই যে অনেক।’

‘অতিউত্তম’-এর মুখ‌্য চরিত্রে অভিনয় করেছেন উত্তম কুমার নিজেই। তবে সেটি সম্ভব হচ্ছে ভিএফএক্স-এর কল্যাণে। মহানায়কের সঙ্গে থাকবেন তার নাতি গৌরব চট্টোপাধ্যায়, ‘রাণী রাসমণি’খ্যাত রোশনি এবং ‘প্রায় কাফকা’খ‌্যাত অভিনেতা অনিন্দ‌্য সেনগুপ্ত। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভিডিও জকি জিনা তরফদার, লাবণি সরকার, শুভাশিস মুখোপাধ‌্যায় প্রমুখ।

অন্যদিকে ৪ ফ্রেব্রুয়ারি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ নামে সৃজিত মুখার্জির নতুন সিনেমা ভারত ও বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছে। বাংলাদেশে কাকাবাবু সিরিজের নতুন ছবি মুক্তির খবর পরিচালকের কাছে একটু বেশিই আনন্দের ছিল। শ্বশুরবাড়ি বলে কথা! তাই উল্লসিত হয়ে ফেসবুকে লিখেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ!’

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন