নিশ্চুপ নুসরাত ফারিয়া

করোনার প্রকোপ বেড়ে যাওয়ার ফলে তারকারা ঘরেই কাটাচ্ছিলেন তাদের অবসর সময়। পরবর্তীতে লকডাউন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পুনরায় প্রায় সকলেই স্বাস্থ্যবিধি মেনে আবার কাজে ফিরছেন। কিন্তু নুসরাত ফারিয়ার নেই তেমন কোন কাজের খবর। তবে কি করোনার কারণে নিশ্চুপ নুসরাত ফারিয়া!

চিত্রনায়িকা নিজেই জানালেন তার নিশ্চুপ থাকার কারণ। অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন-কে নুসরাত বলেন, ‘করোনার কারণে গত বছর থেকে পড়াশোনার জন্য সময় পাচ্ছি। এবারও তাই হয়েছে, এখন আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে। আগামী অক্টোবরে আরও দুটি পরীক্ষা দিলেই পড়াশোনার পর্বটা আপাতত শেষ হবে।’

ফারিয়া বর্তমানে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে পড়াশোনা করছেন।

ফারিয়া জানিয়েছেন, চলতি মাসের ১৫ জুন থেকে তিনি আবারও কাজে ফিরছেন। টিভিসির শুট দিয়েই বিরতির পর কাজ শুরু হবে তার।

সর্বশেষ নুসরাতকে দেখা গেছে শিহাব শাহিনের পরিচালিত ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’-তে। এর আগে তার সর্বশেষ ছবি ‘শাহেনশাহ’, যা মুক্তি পেয়েছিল গত বছর ৬ মার্চ।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন