‘মোস্ট ডিজাইরেবল উইম্যান’ রশ্মিকা

‘এক্সপ্রেশন কুইন’, ‘জাতীয় ক্রাশ’, এই সব নাম মানেই রশ্মিকা মন্দানা। মাত্র পাঁচ বছরের ক্যারিয়ারে তামিল, তেলেগু, কন্নড় ইন্ডাস্ট্রিতে অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন এই তারকা। অনুরাগীরা যাকে ‘জাতীয় ক্রাশ’ বলে ডাকেন।

অনলাইন নিউজ পোর্টাল ফিল্মিবিট ডটকমের সূত্রে জানা যায়, ব্যাঙ্গালোর টাইমসের জরিপে ‘মোস্ট ডিজাইরেবল উইম্যান-২০২০’ নির্বাচিত হয়েছেন রশ্মিকা মন্দানা।

এবারের তালিকায় রশ্মিকা মন্দানার পরেই আছেন ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ওঠা তানিয়া হোপ। এরপর তৃতীয় এবং চতুর্থ স্থানে আছেন শানভী শ্রীবাস্তব ও আশিকা রঙ্গনাথ। পঞ্চম স্থানে রয়েছেন শ্রীনধি শেঠি।

খুব শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে তরুণ প্রজন্মের এই অভিনেত্রীর। ‘মিশন মজনু’ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করবেন রশ্মিকা। এছাড়া এই সিনেমায় আরও আছেন অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা সহ অনেকেই। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পারভেজ শেখ, অসীম অরোরা ও সুমিত বাথেজা। পরিচালনা করেছেন ‘কুইন’ খ্যাত বিকাশ বেহলে।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন