দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী উমা মহেশ্বরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর।
জন্ডিসে আক্রান্ত হয়ে গত ১৭ অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায়, কয়েক মাস আগেই জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন উমা। তখন সেরে উঠলেও পরে আবারও জন্ডিসে আক্রান্ত হন তিনি। ক্রমাগত বমির এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‘মেট্টি ওয়েল’ শোয়ের মাধ্যমে উমা জনপ্রিয়তা পান। এতে তার সহ-অভিনয়শিল্পী ছিলেন গায়ত্রী শাস্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিই উমার মৃত্যুর খবর জানিয়েছেন। দক্ষিণি চলচ্চিত্রের তারকারা অনলাইনে উমাকে শেষশ্রদ্ধা জানিয়েছেন।
উমার স্বামী পেশায় পশু চিকিৎসক।