আধুনিক প্রেক্ষাপটে জীবনানন্দের ‘বনলতা’

কবি জীবনানন্দ দাশের সৃষ্টির অনুপ্রেরণায় ঢালিউডে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বনলতা’।

আই থিয়েটারের ব্যানারে ‘বনলতা’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ইভান মনোয়ার। চলচ্চিত্রের কেন্দ্রীয় দুই চরিত্র জীবনানন্দের ‘জীবন’ আর বনলতার ‘লতা’। ‘জীবন’ চরিত্রে শাহেদ শরীফ খান এবং ‘লতা’ চরিত্রে সিনথিয়া ইয়াসমিন অভিনয় করেছেন।

চ্যানেল আই অনলাইনকে নির্মাতা বলেন, “জীবনানন্দ দাশের বনলতাকে ভেঙে এই সময়ের ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি। এই শহরের যাপিত জীবন ও সম্পর্কের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে এবং সেটি কমিয়ে আনার গল্প বলেছি নতুন বনলতাকে দিয়ে।’’

উত্তরার আপনঘর শুটিং হাউজ, দিয়াবাড়ী, ধানমন্ডি মডেল থানা, ৩২ নম্বর ও ২৮ নম্বর রোডে সম্প্রতি ‘বনলতা’ চলচ্চিত্রের শুটিং শেষ হয়েছে। এর আবহসঙ্গীত করেছেন আহমেদ সৌরিন, আর গানে কণ্ঠ দিয়েছেন সেঁওতি।

২০২২ সালের জানুয়ারিতে বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বনলতা’ অংশ নেবে। এরপর বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল, লন্ডন এবং বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালেও যাওয়ার কথা চলচ্চিত্রটির। এরপর ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে এটি মুক্তি পাবে বলেন জানান নির্মাতা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন