বিশ বছর পর ‘গাদার ২’

বলিউড চলচ্চিত্র ‘গাদার: এক প্রেম কথা’ মুক্তির দুই দশক পর এর সিকুয়েল মুক্তির ঘোষণা এসেছে।

গত ১৫ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘গাদার ২’ চলচ্চিত্রের ঘোষণা দেন ‘তারা সিং’ চরিত্রের অভিনেতা সানি দেওল। চলচ্চিত্রটির একটি মোশন পোস্টার পোস্ট করে তিনি লেখেন, “দুই দশক পর অপেক্ষার অবসান হলো। কথা চলতে থাকুক।’’

২০০১ সালে মুক্তি পেয়েছিলো সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ‘গাদার: এক প্রেম কথা’। অনিল শর্মা পরিচালিত চলচ্চিত্রটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সফলতা পায়। ওই চলচ্চিত্রে ‘সাকীনা’ চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত আমিশাও পোস্ট করেছেন, “ভারতীয় সিনেমার সর্বকালের সবচেয়ে বড় সিকুয়েলের ঘোষণা জানাচ্ছি। পাশাপাশি আপনাদের সামনে উপস্থাপন করছি ছবিটির মোশন পোস্টার।’’

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, প্রথম চলচ্চিত্রটির কাহিনী যেখানে শেষ হয়েছে সেখান থেকেই ‘গাদার ২’ চলচ্চিত্রের গল্প শুরু হবে। আগের চলচ্চিত্রে তারা সিং তার প্রেমিকা সাকীনার খোঁজে ভারত থেকে পাকিস্তানে গিয়েছিলো। আর সাকীনার পরিবারের বিরোধিতার মুখে, সব প্রতিকূলতা পেরিয়ে দুজনের পুনর্মিলন ঘটে। এই চলচ্চিত্রেও থাকছেন সানি আর আমিশা-ই।

গত ১৫ বছর ধরে পরিচালক অনিল শর্মা ‘গাদার ২’ চলচ্চিত্রের জন্য কাজ করেছেন বলে জানা গেছে।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন