নিজের চিত্রনাট্যে অভিনয় করছেন জোভান

ফারহান আহমেদ জোভান। ছবি : সংগৃহীত

নিজের লেখা চিত্রনাট্যের নাটকে অভিনয় করছেন টেলিভিশন তারকা ফারহান আহমেদ জোভান।
সহিদ উন নবীর পরিচালনায় ‘আমার বার্থ ডে’ শিরোনামের এই নাটকের গল্প প্রাণবন্ত এক তরুণকে নিয়ে। নিজের জন্মদিনে মহল্লার বন্ধু ও পরিচিতদের আমন্ত্রণ জানায় সে। হঠাৎ একটি ঘটনা সবকিছু এলোমেলো করে দেয়।

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনকে জোভান বলেন, “এই গল্পটা মাথায় আসে আমার জন্মদিনে, যখন আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম তখন। সে সময়ই গল্পটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আমার প্ল্যান শুনে ওরা বেশ খুশি হয়েছে। এরপর আমি সংলাপ, দৃশ্যগুলো বলি, আমার বন্ধুরা সেভাবে লিখতে শুরু করে।’’

‘আমার বার্থ ডে’ নাটকে জোভানের বিপরীতে থাকছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এছাড়াও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, মনিরা মিঠু, রেশমি, তানজিম হাসান অনিক, মানতাহা ওয়ার্দা প্রমুখ।

ফারিণ বলেন, “অভিনয়ের ব্যস্ততার বাইরে গিয়েও গল্প নিয়ে ভাবা, লেখা কিন্তু অনেক কষ্টসাধ্য। প্রথম গল্প, চিত্রনাট্য হিসেবে জোভান সেটা খুব ভালো লিখেছেন।’’
পথিক প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘আমার বার্থ ডে’ নাটকটি ২২ অক্টোবর একুশে টেলিভিশনে এবং ২৫ অক্টোবর গ্লোবাল টিভিতে সম্প্রচারিত হবে।

এক দশকের ক্যারিয়ারে জোভান অনেক সময়ই নাটকের গল্পের সারসংক্ষেপ শুনে নির্মাতাদের শিডিউল দিয়েছেন, কিন্তু বারবার তাগাদা দিয়েও চিত্রনাট্য আর পেতেন না। তিনি বলেন, “বেশিরভাগ শুটিংয়ের একদিন আগে হাতে চিত্রনাট্য আসে। সেটা কখনো শুধুই লাইনআপ, থাকে না ডায়ালগ। কখনো আবার শুটিংয়ে গিয়ে সেটা ঠিকঠাক করে কাজ করতে হয়। এমন চিত্রনাট্যে কী প্রস্তুতি নেবো। এ জন্য নিজেই নাটক লিখে অভিনয় করাকে আমার কাছে খারাপ মনে হয়নি। আগে একটি চরিত্র বুঝে উঠতে সময় লাগতো। এটায় আগে থেকেই আমি ইনভলভ থাকায় নির্মাতা না বললেও আমি জানি কী করতে হবে।’’

জোভান জানান, দর্শক ‘আমার বার্থ ডে’ পছন্দ করলে নিয়মিত নাটক লিখবেন তিনি।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন