টুইটারে অক্ষয় কুমার লিখেছেন, ‘বন্ধু সুনীল শেট্টি, তোর ছেলে তো তোর চেয়েও দশ কদম এগিয়ে। এটা কি ধরনের ছয়-নয় (হেরাফেরি) ভাই?’ সুনীল সেই টুইটের উত্তরে লিখেছেন, ‘আক্কি (অক্ষয়) তুমিই প্রথম ব্যক্তি যে বহু বছর আগে সুন্দর কিছু ভবিষ্যৎ বাণী করেছিল ওর ছবি দেখেই। তোমার অব্যাহত ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ। সমাদর করি।’
ভাবছেন কাকে নিয়ে কথা বলছেন বলিউডের এই দুই পুরোনো বন্ধু। দুজনে ‘মোহরা’ ও ‘হেরিফেরি’র মতো সফল সিনেমায় কাজ করেছেন। একটা দারুণ সময় কাটিয়েছেন এই দুই তারকা। এখন সময় তাদের ছেলেমেয়েদের। অক্ষয়ের বয়স এখন ৫৪, আর সুনীলের ৬০।
অক্ষয় আসলে সুনীল শেট্টির ছেলের প্রশংসা করছিলেন। সম্প্রতি মুক্তি পেয়েছে সুনীলপুত্র আহান শেট্টি অভিনীত ‘তড়প’ সিনেমার ট্রেইলার। অ্যাকশন ও রোমান্টিক এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩ ডিসেম্বর। সেই ট্রেইলার শেয়ার করেই অক্ষয়ের এই প্রশংসাসূচক টুইট।
টুইটে অক্ষয় আহানের জন্য ভালোবাসা ও শুভকামনাও জানিয়েছেন। যদিও নিজের সন্তানদের মিডিয়া থেকে দূরে রাখেন একবার জাতীয় পুরস্কার এবং দুবার ফিল্মফেয়ার পুরস্কারজয়ী এই অভিনেতা। তিনি চান তার এক মেয়ে, এক ছেলে সাধারণ জীবন উপভোগ করুক।
‘তড়প’ আহানের প্রথম সিনেমা। তার বিপরীতে সিনেমায় আছেন তারা সুতারিয়া। তারা এর আগে ২০১৯-এর ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ও ‘মারজাভাঁ’ সিনেমায় অভিনয় করেছেন।