জে কে রাউলিংয়ের ‘হ্যারি পটার’ উপন্যাস সিরিজ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজিতে ২০০১ সালে প্রথমবার ‘হারমায়োনি গ্রেঞ্জার’ হয়ে এসেছিলেন ব্রিটিশ তারকা এমা ওয়াটসন। সেই এগারো বছর বয়সে এই এক চরিত্র দিয়েই তিনি সারা বিশ্বের হ্যারি পটার–ভক্তদের মন জয় করেছিলেন। এরপর দারুণ সব চলচ্চিত্র, আর পরিণত বয়সে গ্ল্যামার দিয়ে তিনি চলচ্চিত্র জগতে নিজের অবস্থান সুসংহত করেছেন। এর পাশাপাশি তার আছে আরও নানা পরিচয় – সমাজ ও সংস্কৃতিকর্মী, বইপ্রেমী। এবার নতুন করে তার মুকুটে যুক্ত হয়েছে আরো একটি পালক।
সর্বশেষ ২০১৯ সালে ‘লিটল উইমেন’ চলচ্চিত্রে এমাকে দেখা গেছে। এরপর করোনা পরিস্থিতিতে অভিনয়ে না ফিরলেও তিনি কিন্তু অলস বসে থাকেননি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ২৭ অক্টোবর তিনি দুইটি ছবি পোস্ট করেন। ছবিতে তাকে মুভি ক্যামেরা হাতে চিত্রগ্রাহকের ভূমিকায় দেখা গেছে। জানালেন, অবসরের সুযোগে ক্যামেরার পেছনের কাজ শিখেছেন তিনি।
ছবির ক্যাপশনে এমা বলেন, “ক্যামেরার পেছনে থাকা আর এটা কিভাবে কাজ করে, লকডাউনে তা–ই শিখেছি। একজন তরুণ নারী হিসেবে আমি সব সময়ই ভাবি, সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো কারো পরিচালনায় নিজের অভিনয়শৈলী দেখানো। কিন্তু নিজের ও অন্যের গল্প বলতে পারার যোগ্যতা অর্জন করাটাও অসাধারণ।’’
এবার হয়তো ক্যামেরার পেছনে দাঁড়িয়ে নতুন কিছু উপহার দিতে পারেন এমা। তার এই নতুন রূপে মুগ্ধ ও উচ্ছ্বসিত ভক্ত ও অনুরাগীরা তাকে উৎসাহও যোগাচ্ছেন। যেমন অভিনেত্রী রিজ উইদারস্পুন লিখেছেন, “ব্যাপারটা আমার ভালো লেগেছে। চালিয়ে যাও, এমা।’’