বলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শ্রদ্ধা কাপূর তার অভিনীত ‘ছিছোরে’ সিনেমাটি সেরা ছবি হিসেবে ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার লাভ করে। ‘হাসিনা পারকার’ সিনেমায় এই অভিনেত্রী অসাধারণ অভিনয় করেছিলেন যা সমালোচনায় এখন পযর্ন্ত নেটিজনদের তালিকায় শীর্ষে।
সম্প্রতি এই অভিনেত্রী তার ইনস্টাগ্রামে আসন্ন সিনেমা ‘চালবাজ ইন লন্ডন’ এর একটি টিজার শেয়ার করেন। যা এ পর্যন্ত ১৭লক্ষ এর অধিক মানুষ পছন্দ করেছেন। এই সিনেমাটি প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী’র অভিনীত ‘চালবাজ’ এর রিমেকে শ্রীদেবীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে এই অভিনেত্রীকে।
সিনেমাটির প্রযোজনায় আছেন ‘চালবাজ’ সিনেমার পরিচালক পঙ্কজ পরাসর। এছাড়া এই ছবির প্রযোজক হিসেবে আছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, আহমেদ খান ও শায়রা খান।এই সিনেমায় প্রথমবারের মতো শ্রদ্ধা কাপূরকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
ভ্রমণ পিপাসু এই অভিনেত্রী বর্তমানে মালদ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত আছেন।