“পাথর দিয়ে মহল তৈরি করুন”

সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় যাই পোস্ট করেন বা বলেন সবই যেনো সমালোচনায় উঠে আসে।নেটিজনরা যেনো বসেই থাকেন শ্রাবন্তীর খবর পাওয়ার জন্য।

বর্তমানে তিনি বিজেপির হয়ে ভোটের প্রচার-প্রচারণার কাজে ব্যস্ত আছেন। সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রী গলায় বিজেপির চাদর গায়ে জড়িয়ে হাত জোড় করে ভোটের জন্য বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন।

তবে বেশকিছুদিন ধরে টলিউড পাড়ায় গুনজন শোনা যাচ্ছিলো এক ব্যবসায়ীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি । একই এলাকার বাসিন্দা তারা তবে এখনো প্রকাশ হয়নি ব্যক্তিটির নাম । একমাস যাবত এই প্রেমের ‘একমাস পূর্তি’ উদযাপনও করেছেন এই অভিনেত্রী।

তবে এরই মধ্যে কি এমন ঘটলো ? কাকে উদ্দেশ্য করে এমন একটি বার্তা ইনস্টাগ্রামে শেয়ার করলেন তিনি।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি তার ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন,যার অর্থ গিয়ে দাঁড়ায়, “তোমাকে সবাই পাথর ছুড়লে,সেই পাথর তুমি তাদের দিকে ফিরিয়ে দিও না। বরং পাথর গুলো নিজের কাছে রাখো আর তা দিয়েই মহল তৈরি কর নিজের”।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন