ডিসি কমিকসের ‘দ্য ব্যাটম্যান’ সুপারহিরো চলচ্চিত্রের দ্বিতীয় ট্রেলার মুক্তি পেয়েছে।
গতকাল ১৬ অক্টোবর মুক্তি পাওয়া এই ট্রেলারে এযাবতকালের হিংস্রতম এক ব্যাটম্যানকে অপশক্তির বিরুদ্ধে লড়তে দেখা গেছে। ম্যাট রিভস পরিচালিত এই চলচ্চিত্রে ‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা রবার্ট প্যাটিনসন। বলা হচ্ছে, ব্যাটম্যান ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে ‘ডার্ক’ চলচ্চিত্র হতে যাচ্ছে এটি।
ট্রেলারের শুরুতে দেখা যায়, পুলিশ এক ব্যক্তিকে একটি ক্যাফে থেকে গ্রেফতার করছে। আর তার রেখে যাওয়া কফির কাপে ভেসে আছে এক প্রশ্নবোধক চিহ্ন। পরের দৃশ্যে ব্যাটম্যানের কণ্ঠে গোথাম শহরের বর্ণনা শোনা যায়। ব্যাটসিগন্যালের আলো দেখে সতর্ক ব্যাটম্যান, আর আবহ কণ্ঠে শোনা যায়, “ভয় একটি হাতিয়ার। যখন ওই আলো আকাশে গিয়ে পড়ে, তা শুধু কোন আহবান নয়, বরং এক সতর্কবার্তা।”
ট্রেলারে আরও ছিলো জো ক্রাভিটজের ‘ক্যাটওম্যান’ আর কলিন ফেরেলের ‘দ্য পেঙ্গুইন’। ব্যাটম্যানের জনপ্রিয় ‘ব্যাটমোবিল’ গাড়িটিও দেখা গেছে ট্রেলারে।
ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে ‘দ্য ব্যাটম্যান’ মুক্তি পাবে ২০২২ সালের ২২ মার্চ।