রশিদ খানকে হত্যার হুমকি, গ্রেফতার দুই

শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ওস্তাদ রশিদ খানকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা যায়, সম্প্রতি মোবাইল ফোনে রশিদ খানের পরিবারকে চাঁদার দাবিতে এই হুমকি দেওয়া হয়। বলা হয়, ৫০ লাখ টাকা চাঁদা দেয়া না হলে শিল্পীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করবে। ৯ অক্টোবর শিল্পীর পরিবার থানায় অভিযোগ করলে কলকাতা পুলিশের সন্ত্রাস দমন শাখা উত্তর প্রদেশের লক্ষ্ণৌ থেকে তার সাবেক গাড়িচালক ও অফিস সহকারীকে গ্রেফতার করে।

তদন্তে জানা গেছে, চাকরিচ্যুত হওয়ার ক্ষোভ থেকে গাড়িচালক দীপক আউলাকা এবং ওই অফিস সহকারী শিল্পীকে হুমকি দিয়েছেন। নিজেদের পরিচয় গোপন করতে তারা মোবাইল নম্বর মাস্কিং করে ফোন করেন। তবে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে ঠিকই তাদের সন্ধান পেয়ে যায় পুলিশ। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ওস্তাদ রশিদ খান ১৯৬৮ সালে ভারতে জন্মগ্রহণ করেন। শাস্ত্রীয় সঙ্গীতে অবদানের জন্য তিনি পদ্মশ্রী সহ সঙ্গীত নাটক আকাদেমি আওয়ার্ড লাভ করেছেন। বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন তিনি, বেঙ্গলের শাস্ত্রীয় সঙ্গীত উৎসবে খেয়াল পরিবেশন করেছিলেন।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন