‘ব্ল্যাক অ্যাডাম’ টিজারে জাস্টিস সোসাইটি

গতকাল ১৬ অক্টোবর ডিসি কমিকসের ‘ব্ল্যাক অ্যাডাম’ সুপারহিরো চলচ্চিত্রের প্রথম টিজার মুক্তি পেয়েছে।
হলিউড তারকা ডোয়াইন জনসন এই চলচ্চিত্রে অ্যান্টি-হিরো ‘ব্ল্যাক অ্যাডাম’-এর ভূমিকায় অভিনয় করছেন। গতকাল এক ভার্চুয়াল ফ্যান ইভেন্টের মাধ্যমে চলচ্চিত্রের টিজারটি প্রকাশ করেছেন ‘দ্য রক’ খ্যাত এই অভিনেতা। টিজারে এছাড়াও ডিসি জাস্টিস সোসাইটির আরও কয়েক সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে আছে অ্যালডিস হজ-এর ‘হকম্যান’, যে ধাতব ডানার সাহায্যে উড়তে পারে। আছে নোয়াহ সেন্টিনিও-এর ‘অ্যাটম স্ম্যাসার’, যে নিজের আকৃতি এবং ক্ষমতা ইচ্ছেমতো বদলাতে পারে। কুইন্টেসা সুইন্ডেল-এর ‘সাইক্লোন’ চরিত্রটি বায়ুপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে। আর পিয়ার্স ব্রসন্যানকে দেখা গেছে নৃতত্ত্ববিদ ও সুপারহিরো ‘ডক্টর ফেইট’ চরিত্রে।

ডিসি কমিকস সুপারহিরো শ্যাজামের সমকক্ষ ও প্রতিদ্বন্দ্বী ব্ল্যাক অ্যাডাম। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘শ্যাজাম!’ চলচ্চিত্রে জ্যাকারি লেভি এই সুপারহিরোর ভূমিকায় অভিনয় করেন। শাজামের ক্ষমতা যেখানে গ্রিক ও রোমান দেবতাদের কাছ থেকে পাওয়া, ব্ল্যাক অ্যাডামের শক্তির উৎস কয়েকজন মিশরীয় দেবতা। ব্ল্যাক অ্যাডাম তার আবাসভূমি ও প্রাচীন শহর কানদাখের রক্ষাকর্তা। আখতোন নামের এক ভিলেনের আক্রমণে এই শহর ধসে পড়ে, আর ব্ল্যাক অ্যাডাম হারায় তার পরিবারকে। এই ঘটনার প্রেক্ষিতেই সে এক অ্যান্টি-হিরোতে পরিণত হয়। ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে ২০২২ সালের ২৯ জুলাই মুক্তি পাবে ‘ব্ল্যাক অ্যাডাম’।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন