মা হারালেন জনপ্রিয় লোকসঙ্গীতশিল্পী এবং মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম।
আজ ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মমতাজের মা উজালা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
দৈনিক প্রথম আলোকে মমতাজ জানান, আজ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নে বাউল কমপ্লেক্সে জানাজা শেষে স্বামীর কবরের পাশেই উজালা বেগমকে সমাহিত করা হবে।
জানা যায়, উজালা বেগম দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চার দিন আগে তাঁর করোনা শনাক্ত হয়। এর মধ্যেই তিনি নিউমোনিয়াতে আক্রান্ত হন। এছাড়া তার লিভারেও সমস্যা ছিল। এই বছরের এপ্রিলে মায়ের উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে ভারতেও গিয়েছিলেন মমতাজ।
মায়ের বিদেহী আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মমতাজ। তার বাবা মরহুম মধু বয়াতী ছিলেন বিখ্যাত বাউলশিল্পী।