ভারতীয় ওটিটি প্লাটফর্ম জি ফাইভে আসছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ওয়েব ফিল্ম ‘দ্য ব্রোকার’। মুনতাহা বৃত্তার রচনায় ‘দ্য ব্রোকার’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।
গল্পে দেখা যাবে, ফ্ল্যাট ভাড়া, বিক্রি সহ নানা দালালির পেশায় জড়িত জামিল নিজেকে ব্রোকার বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। স্ত্রী মনিরের সঙ্গে তার সংসারে আসে এক কন্যাসন্তান। হার্টের রোগে আক্রান্ত সন্তানের অপারেশনে খরচ নিয়ে যখন দিশেহারা জামিল, তখনই তার সামনে এক অনৈতিক কাজে অর্থ আয়ের সুযোগ আসে। এক নৈতিক সংকটের মুখে পড়ে যায় সে।
৪৫ মিনিট দৈর্ঘ্যের ‘দ্য ব্রোকার’ চলচ্চিত্রে জামিল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, মনির চরিত্রে নাজিয়া হক অর্ষা। এছাড়াও আছেন শহিদুল্লাহ সবুজ, মীর রাব্বি, সাথি মাহমুদ সহ অনেকেই।
এনটিভি অনলাইনকে মোশাররফ করিম বলেন, “আমি ‘দ্য ব্রোকার’ এর ট্রেলার দেখেছি এবং যেভাবে গল্পটি ফুটে উঠেছে তাতে আমি আনন্দিত। ‘দ্য ব্রোকার’ মূলত একজনের ইচ্ছের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া এবং তার পরিণতি ভোগ করার গল্প।’’
পরিচালক আবু হায়াত বলেন, “ওটিটির কাজগুলো একটু আলাদা যত্ন নিয়ে করতে হয়। জিফাইভের কাজটিতে সবাই অনেক ইফোর্ট দিয়েছে, আমরা টিম হিসেবে কাজ করেছি। ভালো খবর হচ্ছে, অর্ন্তজালে পোস্টার ও ট্রেইলার অবমুক্ত হওয়ার পর প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে বাংলাদেশ ও ভারতীয় দর্শকের কাছে।’’
১ অক্টোবর থেকে জি ফাইভে ‘দ্য ব্রোকার’ বিনামূল্যে দেখা যাবে।
জি ফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “আমাদের পূর্ববর্তী বাংলা এক্সক্লুসিভের মধ্যে ‘মাইনকার চিপায়’, ‘যদি কিন্তু তবুও’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। আমরা নিশ্চিত এই ড্রামাটিও বাংলাদেশসহ অন্যান্য দেশে সমানভাবে সাড়া পাবে।’’