নতুন একটি চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন ঢালিউড তারকা মামনুন হাসান ইমন।
জুলফিকার জাহেদী পরিচালনার এই চলচ্চিত্রের নাম ‘কাগজ – দ্য পেপার’। সম্প্রতি ঢাকা-রাজশাহী রুটে একটি ট্রেনে চলচ্চিত্রটির শুটিং হয়েছে। চ্যানেল আই অনলাইনকে ইমন বলেন, “দুপুর দেড়টার বনলতা ট্রেনে কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশে ঢাকা ছেড়েছি। পুরো যাত্রাপথে শুটিং করতে করতে রাজশাহী যাবো।”
শুটিংয়ের জন্য সম্পূর্ণ ট্রেনের বগি ভাড়া নেয়া হয়েছে বলে জানালেন ইমন। বলেন, “আবার শুটিং করতে করতে ঢাকা ফিরবো। সিনেমার অনেকটা অংশ জুড়ে জার্নি দেখানো হবে। সেকারণেই ট্রেনে শুটিং হচ্ছে। আগে ট্রেনে উঠে বহুবার শুটিং করেছি। কিন্তু চলন্ত ট্রেনে শুটিং করতে করতে দূরে কোথাও যাওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম। অদ্ভুত ভালো লাগছে।”
‘কাগজ দ্য পেপার’ চলচ্চিত্রে ইমনের বিপরীতে অভিনয় করছেন আইরিন। চলচ্চিত্রে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, এলিনা শাম্মী, ফারহান খান রিও, রিয়া বর্মণ, রফিক, শিশির আহমেদ, যুবরাজ বিন আবেদ প্রমুখ। ইমন জানান, একজন বিখ্যাত লেখকের জীবনের নানা গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। এখানে শহীদুজ্জামান সেলিম অন্য এক লেখকের ভূমিকায় অভিনয় করছেন।