জি ফাইভে ‘রেশমি রকেট’

বড় পর্দায় নয়, ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে বলিউড তারকা তাপসী পান্নু অভিনীত চলচ্চিত্র ‘রেশমি রকেট’।
আগামী ১৫ অক্টোবর ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম জি ফাইভে মুক্তি পেতে যাচ্ছে ‘রেশমি রকেট’। ২০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে ‘থাপ্পড়’ চলচ্চিত্র খ্যাত অভিনেত্রী তাপসী নিজেই এই ঘোষণা দিয়েছেন। আকর্ষ খুরানা নির্মিত স্পোর্টস ড্রামা ‘রেশমি রকেট’ চলচ্চিত্রে তাপসী এক দৌড়বাজের ভূমিকায় অভিনয় করেছেন।

গতবছরই ‘রেশমি রকেট’ চলচ্চিত্রের শুটিং শেষ হলেও ভারতের করোনা পরিস্থিতির কারণে বড় পর্দায় তা মুক্তি দেওয়া হয়নি। মাসখানেক আগে ৫০ শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিয়েছে ভারতের সরকার। তারপরও সংক্রমণের আশঙ্কা থাকছেই। তাই মুক্তির জন্য ওটিটিকেই বেছে নিচ্ছেন ‘রেশমি রকেট’ চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

রনি স্ক্রুওয়ালা প্রযোজিত ‘রেশমি রকেট’ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন নন্দা পেরিয়াসামি, অনিরুদ্ধ গুহ এবং কনিকা ধিলন। এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় আরও আছেন প্রিয়াংশু পাইনুলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শ্বেতা ত্রিপাঠি ও সুপ্রিয়া পাঠক।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন