রণবীর থেকেই শেখা মা হওয়ার প্রস্তুতি

বলিউড অভিনেত্রী এবং প্রযোজক আনুষ্কা শর্মা সদ্য মা হওয়া এই অভিনেত্রী সংসার আর ক্যারিয়ার দু’দিকই যেনো সমান তালে মানিয়ে নিচ্ছেন।

তিনি জানিয়েছিলেন রণবীর কাপূরের থেকেই শিখেছেন কিভাবে মা হতে হয়। অর্থাৎ রণবীরের কার্যকলাপ অভিনেত্রীর কাছে হয়তো বাচ্চা স্বভাবের মতো লাগতো এমনটাই জানিয়েছেন তিনি। “বম্বে ভেলবেট” সম্প্রচারিত হওয়ার সময় তিনি মুম্বাইয়ের গণমাধ্যমে সাক্ষাৎকারে এই বিষয়গুলো তুলে ধরেছিলেন। রণবীর কাপূরের সাথে কাজ করতে গিয়ে বাচ্চা সামলানোর পাঠ পড়ে ফেলেছিলেন।

আনুষ্কার মতে, রণবীর কাপূরের আচরণ যেনো বাচ্চাদের মতোই, তার সব বিষয়েই যেনো জানার আগ্রটা অনেক বেশি।আনুষ্কার ফোন থেকে শুরু করে ব্যবহৃত হ্যান্ডব্যাগ পর্যন্ত জানার আগ্রহ ছিলো তার; কি করছে,কি আছে ভিতরে। রণবীরের যেনো কৌতূহলের শেষ নেই কোনো ক্ষেত্রেই।

রণবীর এবং আনুষ্কা এই জুটিকে একসাথে তিনটি সিনেমাতে কাজ করতে দেখা গেছে ‌”আয় দিল হে মুশকিল”, “বম্বে ভেলবেট” এবং “সন্জু”।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন