অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশি টেলিভিশন অভিনেত্রী মৌরি সেলিম।
গতকাল ৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে মৌরি সেলিম জানান, অভিনয়ে আর ফিরছেন না তিনি। এখন থেকে তিনি পারিবারিক ব্যবসা দেখাশোনা করবেন বলে জানা গেছে।
মৌরি লেখেন, “চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছি। এখন আমি আমার নিজের ব্যক্তিগত জীবন আর আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি! সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর রহমতে সবসময় সুস্থ থাকি, ভালো থাকি!”
মিডিয়া ছাড়লেও এ জগতের মানুষের প্রতি ভালোবাসা থাকবে বলে জানান মৌরি।
মৌরি গণমাধ্যমকে বলেন, “আমি শুরু থেকেই বলে আসছি শখ থেকে অভিনয়ে এসেছি। যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি আমি। এ জন্য মিডিয়ার কাছে কৃতজ্ঞ। মিডিয়ার সহকর্মীদের প্রতিও অনেক কৃতজ্ঞতা। তাদের সবার প্রতি আমার অফুরন্ত ভালোবাসা।”
শুরুতে মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে পা রাখেন মৌরি সেলিম। সর্বশেষ তিনি আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘১০০ তে একশো’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন।