শনিবার (২৮ আগস্ট) দুপুরের দিকে লেখক ও অনুবাদক শেখ আবদুল হাকিম এবং সন্ধ্যার দিকে কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মৃত্যুবরণ করেছেন। রাজধানীর নিজ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই দুই গুণী সাহিত্যিক।
শেখ আবদুল হাকিমের মেয়ে সাজিয়া হাকিম তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। আবদুল হাকিম দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। ঢাকার নন্দিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলায়—১৯৪৬ সালে। সেবা প্রকাশনীর জনপ্রিয় ‘মাসুদ রানা’ সিরিজের দুই শতাধিক বইয়ের লেখক তিনি। পাঠকনন্দিত ‘কুয়াশা’ সিরিজের বইও লিখেছেন। এছাড়াও বহু মৌলিক ও অনুবাদ গ্রন্থ তিনি পাঠকদের উপহার দিয়েছেন।
বুলবুল চৌধুরী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ক্যান্সার তার শ্বাসযন্ত্রে ছড়িয়ে পড়ায় কিছু খেতে পারছিলেন না। কেমো নেওয়ার মতো শারীরিক অবস্থাও তার ছিল না। নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে আর রাফি চৌধুরী।
বুলবুল চৌধুরীর জন্ম ১৯৪৮ সালের ১৬ আগস্ট, গাজীপুরে। পড়েছেন তৎকালীন জগন্নাথ কলেজে। ‘টুকা কাহিনী’, ‘পরমানুষ’, ‘মাছের রাত’, ‘এই ঘরে লক্ষ্মী থাকে’ ইত্যাদি তার বিখ্যাত গ্রন্থ। সাহিত্যকীর্তির জন্য বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকে ভূষিত হয়েছেন।