বাধ্য হয়েই সালমানকে নিয়েছিলেন পরিচালক

১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সুপারস্টার সালমান খান। আদতে এই চলচ্চিত্রে সালমানের সুযোগ পাওয়ার কথাই ছিল না বলে জানিয়েছেন তিনি নিজেই।

‘দশ কা দম’ রিয়েলিটি শো-তে সালমান খান বলেন, ‘বিবি হো তো অ্যায়সি’ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার অনেক বছর পর এই চলচ্চিত্রে তাঁকে নেওয়ার কারণ জানতে চেয়েছিলেন পরিচালক জেকে বিহারীর কাছে। পরিচালক বলেছিলেন, সব বড় তারকারা ফিরিয়ে দেওয়ার পর তিনি বাধ্য হয়ে সালমানের শরণাপন্ন হয়েছিলেন। তবুও সালমানের ওপর ভরসা রাখতে পারেননি তিনি।

‘বিবি হো তো অ্যায়সি’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে রেখা এবং ফারুক শেখ অভিনয় করেন। সালমান ছিলেন একটি পার্শ্বচরিত্রে।

এর আগে এক সাক্ষাৎকারে ‘বিবি হো তো অ্যায়সি’-র প্রযোজক সুরেশ ভগত জানিয়েছিলেন, সালমান কখনও বড় তারকা হলে পরিচালক নিজেই ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন বলে ঘোষণা দিয়েছিলেন । সুরেশ বলেন, “সেই পরিচালক আজ সত্যিই ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছেন।”

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন