নজরুলের মৃত্যুবার্ষিকীতে বিশেষ নাটক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে বিভিন্ন টিভি চ্যানেলে আজ থাকছে বিশেষ নাটক।

কাজী নজরুল ইসলামের ‘আলতা স্মৃতি’ কবিতার নাট্যরূপ দিয়েছেন আল মনসুর। ‘আলতা রাঙা’ নাটকটি আজ রাত ৯টায় বিটিভিতে সম্প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন ইভান, লাবণ্য, রমিজ রাজু, কাদেরী, মোতাহার, রিনা রহমান, মনিরুজ্জামান মনির, সুমনা শান্তা, গাজী রোকন প্রমুখ। বনেদি বাড়ির মেয়ে শবনম এক পাহারাদার যুবক সম্পর্কে জানতে পারে, সে সুন্দর বাঁশি বাজায়। যদিও তার হাবভাব শবনমের ভালো লাগে না।

এনটিভিতে রাত সাড়ে ৯টায় থাকছে নাটক ‘গভীর নিশীথে’। নজরুলের গান অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, কাজী উজ্জ্বল, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। প্রায় ১০ বছর পর রাঙামাটি যান লেখক আফজাল। যাওয়ার পর থেকেই অবিশ্রান্ত বৃষ্টি। রাত যত গভীর হতে থাকে, ততই স্মৃতিতে ডুবে যেতে থাকেন তিনি।

নজরুলের ‘বাদল বরিষণে’ গল্পের নাট্যরূপ দিয়েছেন বিষ্ণু ঈয়াস। সীমান্ত সজলের পরিচালনায় ‘কালো হরিণ চোখ’ নাটকটি রাত ১০টায় মাছরাঙা টেলিভিশনে দেখানো হবে। অভিনয়ে রওনক হাসান, মৌসুমী হামিদ, জয়রাজ প্রমুখ। জমিদারবাড়ির ছেলে রুদ্র আর গ্রামের মেয়ে কাজরীর মধ্যে বাধা হয়ে দাঁড়ায় সামাজিক অবস্থান। বখাটে বিষ্ণুর সঙ্গে বিয়েতে আসর থেকে পালিয়ে নদীতে ডুব দেয় কাজরী। গল্পের বাকিটুকুও জানা যাবে এই নাটকে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন