আনকাট সেন্সর পেল ‘চোখ’

সেন্সর বোর্ডে বিনা কর্তনে অনুমোদন পেল ঢালিউড চলচ্চিত্র ‘চোখ’।

জুনে ‘চোখ’ চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। সম্প্রতি চলচ্চিত্রটির নির্মাতা ও গল্পকার আসিফ ইকবাল সেন্সর সনদ হাতে পেয়েছেন।

নির্মাতা আসিফ বলেন, “আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম, কোনো কারণে সিনেমাটা আটকে গেলে আবার সংশোধন করে জমা দেব। কিন্তু সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যদের ভালো লেগেছে। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। সিনেমা মুক্তিতে আর বাধা নেই।“

রোমান্টিক ও অ্যাকশন থ্রিলার ঘরানার ‘চোখ’ চলচ্চিত্রে দেখা যাবে, সড়ক দুর্ঘটনায় ধনী পরিবারের ছেলে রাকেশ দুই চোখই হারায়। চিকিৎসায় নতুন চোখ লাগানো হয়, আর এরপর ঘটতে থাকে অদ্ভুত সব ভুতুড়ে ঘটনা।

সেন্সর সনদ পেতে কেন সময় লাগলো, জানতে চাইলে আসিফ বলেন, “মাসখানেক আগেই সেন্সরে পাস করেছিল ‘চোখ’। সেই সময় আমি সিনেমাটির সেন্সর সার্টিফিকেট সংগ্রহ করতে পারেনি। কারণ, হঠাৎ করেই আমার মা–বাবা করোনায় আক্রান্ত হন। তাঁদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। সম্প্রতি সেন্সর বোর্ডের সঙ্গে যোগাযোগ করে সার্টিফিকেট সংগ্রহ করেছি।“

বছরের শুরুর দিকে শ্যুটিং শুরু করে তিন মাসেই ‘চোখ’ চলচ্চিত্রের সব কাজ শেষ হয়। নির্মাতা বলেন, “গত ঈদেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। এখন পরিস্থিতি ভালোর দিকে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই মুক্তি দিতে চাই।“

‘চোখ’ চলচ্চিত্রে রাকেশ চরিত্রে অভিনয় করেছেন রোশান। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, নিরব, জিয়াউল রোশান, শবনম বুবলী প্রমুখ।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন