আরমান সিদ্দিকীর নতুন গান ‘আইসক্রিম’

কবির সুমনের দিকনির্দেশনায় আরমান সিদ্দিকীর গানের দুনিয়াতে যাত্রা শুরু হয়। ইতিমধ্যেই নিজের রুচি আর ভিন্ন স্বাদের গান দিয়ে নিজস্ব শ্রোতামহলও তৈরি করে ফেলেছেন আরমান সিদ্দিকী। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেলো এই শিল্পীর ‘আইসক্রিম’ শিরোনামের একটি নতুন গান। শুধু গান নয়, গানের সাথে প্রকাশ পেয়েছে একটি মিউজিক ভিডিও।

‘আইসক্রিম’ গানটির কথা ও সুর শিল্পীর নিজেরই। গানটির সংগীতয়োজনে ছিলেন চিন্টু। সাক্সোফোন বাজিয়েছেন রাহিন।

বাংলাদেশ প্রতিদিনকে এই গান প্রসঙ্গে আরমান সিদ্দিকী বলেন, ‘রোজার ঈদে কবির সুমনকে সঙ্গে নিয়ে একটি গান করার সাহস দেখাই। গানটি সবাই বেশ পছন্দও করেছে। শ্রোতাদের ভালোবাসাই আমাকে নতুন নতুন গান করার প্রেরণা যোগায়। ভক্তদের কথা দিয়েছি অ্যালবাম নিয়ে আসবো। সেই অ্যালবামেরই একটি গান আইসক্রিম। তাই আমি মনে প্রাণে বিশ্বাস করি এই গানটিও শ্রোতাদের ভালো লাগবে।’

নীরিক্ষা ধর্মী এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ইফফাত জাহান মম। জি সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি বর্তমানে দেখা যাচ্ছে।

মিউজিক ভিডিও নিয়ে আরমান আরো বলেন, ‘গানটি যেমন যত্ন নিয়ে বানিয়েছি, গানের মিউজিক ভিডিওটির ক্ষেত্রেও তাই। আমাদের স্বল্প জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সম্পর্কগুলোই আইসক্রিম-এর মতন।’

আরমান সিদ্দিকী রক মিউজিকের সঙ্গে যুক্ত ছিলেন যৌবনে। এখন ব্লুজ ক্লাসিক ফিউশন নিয়ে কাজ করছেন। ভালোবাসেন অ্যাকস্টিক যন্ত্র নিয়ে কাজ করতে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন