অন্তঃসত্ত্বা নন সোনাম

অভিনেত্রী সোনাম কাপুর ১৩ জুলাই লন্ডন থেকে দেশে ফিরেন। এই দিন এয়ারপোর্টে তাকে রিসিভ করতে এসেছিলেন নায়িকার বাবা অনিল কাপুর। দীর্ঘদিন পর বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়েন সোনাম। এই দৃশ্য ক্যামেরায় বন্দি হয়, যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে, মা হতে চলেছেন তিনি।

এদিন সোনামকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছিল। ছবির নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর একজন মন্তব্য করেছেন, ‘তিনি কি অন্তঃসত্ত্বা’। অপর একজন লিখেছেন, ‘মনে হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা।’

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি সোনাম। কিন্তু অন্যভাবে সকলের করা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। ২২ জুলাই সোনাম নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে সবার মুখ একপ্রকার বন্ধ করে দিলেন। এদিন সোনাম স্টোরিতে একটি ছবির উপরে লিখেছেন, ‘ ঋতুচক্রের প্রথম দিন, তাই আদা চা আর গরম জলের ব্যাগ।’ লেখার পাশে এক ধরনের লাল বিন্দু।

ছবিতে দেখা যাচ্ছে গ্লাসে চুমুক দিচ্ছেন তিনি। এই মুহুর্তে সোনামের ঋতুচক্র চলছে অর্থাৎ তিনি অন্তঃসত্ত্বা নন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন