চলচ্চিত্রকার ক্লোয়ি ঝাও ভেনিস উৎসবের প্রধান জুরি

গত বছর ভেনিস উৎসবের সর্বোচ্চ পদক ‘গোল্ডেন লায়ন’ জিতে নিয়েছিল ক্লোয়ির ‘নোম্যাডল্যান্ড’।

‘নোম্যাডল্যান্ড’ চলচ্চিত্রের মাধ্যমে অস্কারের ৯৩ বছরের ইতিহাসে প্রথম অশ্বেতাঙ্গ নারী এবং সব মিলিয়ে দ্বিতীয় নারী হিসেবে সেরা পরিচালকের পুরস্কার বিজয়ী ক্লোয়ি ঝাও এবার আগামী ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রধান জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিচারক হিসেবে এ চীনা পরিচালক যোগ দেবেন অস্কারজয়ী দক্ষিণ কোরিয়ান পরিচালক বং জুন-হোর সঙ্গে। উৎসব কর্তৃপক্ষ ২১ জুলাই এ তথ্য জানিয়েছে।
ইতালির ভেনিস শহরে অনুষ্ঠিতব্য পৃথিবীর সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসবটির ৭৮তম আসরে জুরি হিসেবে আরো থাকছেন ব্রিটিশ অভিনেত্রী সিনথিয়া এরিভো, জার্মান চলচ্চিত্রকার আলেক্সান্ডার ন্যানু, বেলজিয়ান অভিনেত্রী ভার্জিনিয়া এফিরা, কানাডিয়ান অভিনেত্রী সারা গ্যাডন এবং ইতালিয়ান চলচ্চিত্রকার সাভেরিও কস্তাঞ্জো।
এর আগে এ বছরের শুরুতেই উৎসব কর্তৃপক্ষ ঘোষণা দেয়, এবারে জুরি বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বে থাকবেন ‘প্যারাসাইট’ নির্মাতা বং। এবারের উৎসব চলবে ১ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন