রাজ কুন্দ্রার গ্রেফতার নিয়েও কঙ্গনার মন্তব্য

‘চকচক করলেই সোনা হয় না’ রাজ কুন্দ্রার গ্রেফতার হওয়ার খবরে এমন খবরই মনে করিয়ে দিলেন কঙ্গনা রনৌত। বর্তমানে অভিনেত্রী কঙ্গনা তার ‘ধকড়’ সিনেমার শুটিংয়ে বুদাপেস্টে রয়েছেন। শুটিংয়ে ব্যস্ত থাকলেও রাজ কুন্দ্রার গ্রেফতার হওয়ার খবর ঠিকই তার কাছে পৌঁছে গেছে।

অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে পর্নো ছবি বানানো এবং তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেয়ার কারণে ১৯ জুলাই গ্রেফতার করে মুম্বাই পুলিশ।

কঙ্গনা রনৌত রাজ কুন্দ্রার গ্রেফতার সংক্রান্ত একটি প্রতিবেদন নিজের ফেসবুকে পোস্ট করেন। কঙ্গনা এতে লিখেছেন, ‘এই কারণেই আমি মুভি ইন্ডাস্ট্রিটাকে নর্দমা বলি… চকচক করলেই সোনা হয়না, আর আমি বুলিউডের (বলিউডকে কটাক্ষ করে এই নামেই ডাকেন কঙ্গনা) ভিতরকার সেইসব নোংরামির পর্দাই ফাঁস করব আমার প্রযোজনা সংস্থার আসন্ন ছবি টিকু ওয়েডস শেরুতে… আমাদের প্রয়োজন মূল্যবোধে ভরপুর প্রতিষ্ঠানের, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির বিবেক বোধ জাগ্রত করবার দরকার আছে, আর অবশ্যই সচেতনতা বৃদ্ধি করবার।’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন