নতুন খবর দিলেন নেহা ধুপিয়া

২০১৮ সালের ১০ মে দিল্লির এক গুরুদ্বারে বিয়ে করেছিলেন নেহা ও তার দীর্ঘ দিনের বন্ধু অঙ্গদ বেদী। নভেম্বরের শেষেই তাদের কোল আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। বিয়ের ৬ মাসের মধ্যে কন্যা সন্তান আসার খবরে লাইমলাইটে উঠে এসেছিলেন সুন্দরী এই অভিনেত্রী। বিয়ের আগেই গর্ভবতী ছিলেন এই নায়িকা।

আবারো মা হতে চলছেন এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন এই সুখবর। ১৯ জুলাই কালো রঙের একটি পোশাক পড়ে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন তিনি। সঙ্গে ছিলেন তার স্বামী অঙ্গদ বেদী ও মেয়ে মেহের। শেয়ার করা ছবিতে স্পষ্ট ফুটে ওঠেছে তার বেবি বাম্প।

তারকার দ্বিতীয় সন্তানের আগমনের খবরে খুশি তার ভক্ত ও বলিউড ইন্ডাস্ট্রির বাকি তারকারা। শুভেচ্ছায় ভরে গেছে তার মন্তব্যের বক্স। বেবি বাম্পের ছবি শেয়ারের সঙ্গে নেহা শিরোনামে লেখেন, ‘ছবির ক্যাপশন কি দেবো তা ভাবতেই আমাদের দুদিন লেগে গিয়েছে। তারপর যেটা মাথায় আসলো তা হল, ধন্যবাদ সৃষ্টিকর্তা।’

 

 

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন