দীর্ঘ দুবছরেরও বেশি সময় যাবত পর্দায় অভিনয় করতে দেখা যায়নি বলিউড কিং শাহরুখ খানকে। তবে খুব শিগগিরই তিনি ফিরছেন সিদ্ধার্থ আনন্দের বিগ বাজেটের সিনেমা ‘পাঠান’ নিয়ে।
এই খবর পুরনো হলেও শাহরুখ ভক্তদের জন্য নতুন খবর আছে। বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে জুটি বাঁধতে চলছেন শাহরুখ খান।
টাইমস অব ইন্ডিয়ার খবর, ‘রাখি’ শিরোনামের একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করতে চলেছেন শাহরুখ-সঞ্জয়। এছাড়াও বর্তমানে এই দুই তারকা তাদের নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত আছেন। ‘পাঠান’ সিনেমা ছাড়াও দক্ষিণের পরিচালক এটলির ‘সানকি’ নামক সিনেমায় দেখা মিলবে শাহরুখের। সিনেমাটিতে একই সঙ্গে দ্বৈত চরিত্রে অভিনয় করার কথা রয়েছে তার। এছাড়াও রাজকুমার হিরানির একটি সামাজিক ধারার কমেডি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে বলিউড বাদশার।
অন্যদিকে, সঞ্জয় দত্তকে দেখা যাবে ‘কেজিএফ চ্যাপটার টু’- তে। এছাড়াও অভিষেকের ‘ভুঝ : দ্য প্রাইড অফ ইন্ডিয়া’- তেও অজয় দেবগনের পাশাপাশি অভিনয় করতে যাচ্ছেন বলিউডের এই তারকা।