অভিযোগ অস্বীকার করলেন আমির খান

সকলের কাছে ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ নামে পরিচিত বলিউড অভিনেতা আমির খান। সবকিছু নিঁখুত ও গোছানোভাবে করতেই পছন্দ করেন তিনি। পরিবেশ নিয়েও বেশ সচেতন এই তারকা। বর্তমানে ব্যস্ত আছেন তার পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’ নিয়ে। এই সিনেমার শ্যুটিং নিয়েই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

‘লাল সিং চাড্ডা’র প্রোডাকশন হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, প্রতিষ্ঠান হিসেবে আমরা সব বিধি নিষেধ সঠিকভাবে মেনে চলি। যেখানে শুটিং করা হয়, এর চারপাশের পরিচ্ছন্নতা মেনে চলি। এর জন্য আমাদের ইউনিটে আলাদা টিম রয়েছে, যারা শুটিং লোকেশনের আবর্জনা পরিষ্কার করেন। শুটিং শেষে পুরো লোকেশন ভালো করে দেখে নেয়া হয়, কোথাও নোংরা পড়ে রয়েছে কি না। শুটিং শিডিউল শেষ হলে আমরা এটা নিশ্চিত করি লোকেশন ঠিক আগের মতো বা তার চেয়েও বেশি পরিচ্ছন্ন রয়েছে কিনা।’

পরিবেশ দূষণ করার অভিযোগ গুজব বলে উড়িয়ে দেন তারা। এ প্রসঙ্গে বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আমাদের বিরুদ্ধে কিছু গুজব ছড়ানো হচ্ছে। অভিযোগ তোলা হচ্ছে পরিবেশ দূষণের। আমরা এই সব অভিযোগের প্রতিবাদ করছি। স্থানীয় প্রশাসন যখন ইচ্ছা লোকেশনে এসে পর্যবেক্ষণ করতে পারে।’

বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে অভিযোগ করা হয়, লাদাখের ওয়াখা গ্রাম দূষণ করেছেন আমির খান। অভিযোগকারী ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘বলিউড তারকা আমির খান তো সারাদিন পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে নানা বড় বড় কথা বলেন। কিন্তু নিজের কাজে তার কোনো প্রতিফলন দেখা যায় না।’

আমিরের ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক। আমির ছাড়াও এতে আরো অভিনয় করছেন কারিনা কাপুর। চলতি বছর ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তবে করোনা মহামারির কারণে তারিখ পরিবর্তন হতে পারে।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন