কান অনিশ্চিত ‘বন্ড গার্ল’ এর

করোনা আক্রান্ত হওয়ায় ফরাসী অভিনেত্রী লিয়া নিজ দেশে চলমান মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে সম্ভবত অংশগ্রহণ করতে পারবেন না। অথচ উৎসবটিতে এবার ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর চারটি চলচ্চিত্র দেখানো হচ্ছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতেই রয়েছেন প্যারিসবাসী এই তারকা।

ব্যাং শোবিজ-এর তথ্য মতে লিয়ার প্রতিনিধি গণমাধ্যমকে জানিয়েছেন, জেমস বন্ড সিরিজের মুক্তির অপেক্ষমান চলচ্চিত্র ‘নো টাইম টু ডাই’র এ তারকা আগের থেকে অনেকটাই ভালো আছে। তবে কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত হতে পারবেন কি না, এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

এবারের উৎসবটিতে লিয়া অভিনীত ‘দ্য ফ্রেঞ্চ ডিসপ্যাচ’, ‘ডিসেপশন’, ‘ফ্রান্স’, ও ‘দ্য স্টোরি অব মাই ওয়াইফ’ চলচ্চিত্রগুলো দেখানো হচ্ছে। এগুলোর প্রিমিয়ার ও প্রেস ইভেন্টে অংশ নেয়ার কথা ছিল অভিনেত্রীর।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন