তেজস্বী কঙ্গনা রানাউত

বলিউডের সমালোচনার রাণী কঙ্গনা রানাওয়াত। সমালোচনার রাণী তাকে এ কারণেই বলা হয় তার প্রত্যেকটি বলা কথা এবং কাজ সমালোচনার ঝড় বয়ে আনে বলে ধারণা করেন নেটিজনরা।

বর্তমানে এই অভিনেত্রী নয়াদিল্লিতে তেজস্বীর শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন। করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পর থেকেই সবাই যেনো যার যার নিজস্ব কাজে ব্যস্ত হয়ে পরেছেন। ঠিক এমনি ভাবে ২০২০ সালের ডিসেম্বরের পর থেকেই এই অভিনেত্রী তেজস্বী সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন। যেখানে তাকে একজন পাইলটের যোদ্ধা হিসেবে অভিনয় করতে দেখা যাবে।

বলিউডের নিউজ থেকে জানা গেছে, শহরে মক ফাইটার জেটগুলি তৈরি করার জন্য মুম্বাইয়ের আর্ট ডিজাইনারদের নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। এখনো নিশ্চিত জানা যায়নি ছবিটি মুক্তি পাওয়ার দিনক্ষণ। কিছুদিন আগে শুটিংয়ের ফাঁকে মিনিস্টার শ্রী প্রকাশ জাবেদকার’র সাথে সাক্ষাৎ করেছিলেন তিনি এবং বলিউডে বাহির থেকে আসা মেয়েদের সুবিধা অসুবিধা নিয়ে নানাবিধ আলোচনা করেছিলেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন