টানা ৩ মাস একদমই ভালো ছিলেন না পরিণীতি চোপড়া। ইনস্টাগ্রামে এমন তথ্যই শেয়ার করলেন তিনি। তার দাবি, ‘ওই মাসগুলো যেন ঘোরের মধ্যে ছিলাম। বাস্তব আর অবাস্তবের মাঝখানে অবস্থান ছিল আমার।’ তবে কি কারণে এমন পরিস্থিতিতে ছিলেন? এর জন্য পরিণীতি সরাসরি দায়ী করলেন পরিচালক দীবাকর বন্দ্যোপাধ্যায়কে এবং তার পরিচালিত সিনেমা ‘সন্দীপ অর পিঙ্কি ফরার’-কেও।
আসলে কি ছিল এই ছবির বিষয়? চিত্রনাট্য বলছে, কীভাবে পরিস্থিতির শিকার হচ্ছে আজকের প্রজন্ম সেই দিকটাই তুলে ধরা হয়েছে এই ছবিতে।
অভিনেত্রী যে এমন একটি চরিত্রে অভিনয় করতে পারবেন, এ কথা তিনি ভাবতেই পারেননি। দর্শকদের সামনে নতুন এক পরিস্থিতি তুলে ধরতে গিয়ে যে ফলাফল এত মারাত্মক হবে তা তিনি একবারও ভাবেননি।
অভিনেত্রীর দাবি, ‘বিশাল ধকল গিয়েছে আমার মনের উপর দিয়ে। মনে হচ্ছে যেন সদ্য ঘুম থেকে উঠলাম। নতুন চরিত্রে অভিনয় করে ভীষণ ঝরঝরে লাগছে। পরীক্ষায় ভালো ফল করার আনন্দ উপভোগ করছি।’ আর এই সবটার জন্য ধন্যবাদ জানিয়েছেন পরিচালক দীবাকর বন্দ্যোপাধ্যায়কে।