‘মহারানীতে অভিনয় চ্যালেঞ্জিং ছিল’

বলিউডের অভিনেতা সোহম শাহ ‘মহারানী’ ওয়েব সিরিজে একজন রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেছেন। আর এই অভিনয়ের জন্য তার সুনাম ভালোই হয়েছে। আট পর্বের প্রথম সিজন মুক্তি পেল গত ২৮ মে। রাজনীতির খেলা এই সিরিজের বিষয়বস্তু। সম্প্রচারিত হচ্ছে সনিলিভে।

মানুষের ভালোবাসা আর প্রশংসা পেয়ে সোহম অভিভূত। ফেসবুকে শেয়ার করলেন তার ভালো লাগার কথা। তিনি লিখেছেন, ‘আমি মহারানীর মুক্তি নিয়ে খুব উচ্ছ্বসিত। সিরিজটি সমালোচকদের পাশাপাশি দর্শকেরাও পছন্দ করেছে। আমার চরিত্রটিও সবার ভালো লেগেছে। আমি এই চরিত্রটির জন্য আমার সবটা দিয়েছি। এই ধরনের ভূমিকায় অভিনয় করা অভিনেতা হিসেবে আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।’

এই অভিনেতা আরো জানান, এই চরিত্রটির জন্য তিনি নিজের ওজন বাড়িয়েছিলেন। গোঁফও রাখতে হয়েছিল। সোহম শাহ ছাড়াও এই সিনেমায় মহারানী চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি। আরো আছেন অমিত সেইল, ভিনিত কুমার প্রমুখ।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন