প্রয়াত সূচিত্রা সেনের নাতনি অভিনেত্রী রাইমা সেন। সম্প্রতি তার ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম।
একটি অর্ধ নগ্ন ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। ছবির নিচে নানা মন্তব্যের ছড়াছড়ি। পোস্ট করতেই ছবিতে লাইক গিয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে ৭৬ হাজারেরও অধিক। ছবিতে দেখা যাচ্ছে, ক্যামেরার দিকটা পাশ ফিরিয়ে দাঁড়িয়ে আছেন। দেহের উপরিভাগে কোনো পোশাক নেই। নিচে নীল রঙ্গের একটি জিন্স। শরীরের সামনে অংশে আলগা কাপড় দিয়ে ঢেকে রেখেছেন তার উন্মুক্ত বক্ষ। খোলাচুলে মোহনীয় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন এই অভিনেত্রী। ছবিটি তুলেছেন ফটোগ্রাফার তথাগত ঘোষ।
রাইমার এই ছবি দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। কেউবা ছবি দেখে মন্তব্য করেছেন, ‘বঙ্গোপসাগরের মৎস্যকন্যার মতো লাগছে।’ তবে এতো এতো ভালোবাসার মাঝেও কিছু অশালীন মন্তব্য দেখা গেছে ছবির নিচে। কেউ লিখেছেন, ‘প্রকৃতির সৃষ্টি ঢেকে রেখেছেন কেন? শরীর দেখাতে চাইলে সব দেখান।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘এরা কেউ আর ভালো থাকতে দিল না।’