‘হাম আপকে হ্যায় কৌন’ গানের স্রষ্টা আর নেই

প্রয়াত হলেন জনপ্রিয় সংগীত পরিচালক রাজলক্ষ্মণ। ২২ মে হৃদরোগে আক্রান্ত হয়ে নাগপুরে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। পরিচালকের মৃত্যুর খবর তার ছেলে অমর নিশ্চিত করেছেন ভারতীয় গণমাধ্যমকে।

অমর জানিয়েছেন, তার বাবা হৃদরোগে মারা যান। কয়েকদিন আগে করোনা দ্বিতীয় ডোজের টিকা নিয়েছিলেন। তারপর থেকে হঠাৎই তিনি দূর্বল হয়ে পড়েন।

এই সংগীত পরিচালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা সালমান খান। সালমান খান টুইটারে লেখেন,’সংগীত পরিচালক রামলক্ষ্মণ চলে গেলেন। আমার অনেক জনপ্রিয় ছবি,”ম্যায়নে পেয়ার কিয়া”, “পাত্থর কে ফুল”, “হাম সাথ সাথ হ্যায়”, “হাম আপকে হ্যায় কৌন”, – এর সংগীত পরিচালনা করেছেন তিনি। তার আত্মার শান্তি কামনা করি। পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। ‘

লতা মঙ্গেশকর টুইটারে লিখেছেন,’মাত্র জানলাম অসম্ভব মেধাবী ও জনপ্রিয় সংগীত পরিচালক রাজলক্ষ্মণজি মারা গেছেন। তার চলে যাওয়ায় খুব খারাপ লাগছে। তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন। তার পরিচালনায় আমার গাওয়া অনেক গান জনপ্রিয় হয়েছিল। তার প্রতি গভীর শ্রদ্ধা জানই।’

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন