শাপলা মিডিয়ার প্রযোজনায় শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমা ‘বিক্ষোভ’। ২০১৯ সালে ১ সেপ্টেম্বর সিনেমার কাজ শুরু হয়েছিল। তবে প্রায় দুবছর পর গত ১৪ মে সিনেমার টিজারটি মুক্তি পেল।
মাত্র ১ মিনিট ২৪ সেকেন্ডের টিজারটি ফেসবুক ও ইউটিউবে প্রকাশের পর দর্শকদের প্রশংসা পেয়েছে।
এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী, রজতাভ দত্ত, রাহুল দেব, সাদেক বাচ্চু, অরুণা বিশ্বাস ও নবাগত অভিনেতা শান্ত খান প্রমুখ। এছাড়াও বলিউড অভিনেত্রী সানি লিওনকেও দেখা যাবে একটি আইটেম গানে।
নিরাপদ সড়ক আন্দোলনের একটি সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। প্রকাশিত টিজারটি মুক্তি পাওয়ার পর প্রশংসা কুড়িয়েছে গোটা ইউনিট। ইউটিউবে এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘বাংলা চলচ্চিত্রের এতো উন্নতি দেখে মন ভালো লাগলো। কাহিনি, অভিনয়, ডিরেকশন ও গ্রাফিক্সের কাজে মুগ্ধ হয়েছি। সত্যি বাংলা চলচ্চিত্রের অনেক উন্নতি হচ্ছে। আশা করি ভবিষ্যতে এমন ভালো কাজ আরো দেখতে পাবো।’ সেই সাথে নায়ক শান্ত খানকে শুভ কামনা জানিয়েছেন তিনি।
আরেকজন মন্তব্য করেছেন, ‘ট্রেইলার দেখে বুঝা যাচ্ছে বাংলাদেশের সিনেমায় দারুন কিছু আসতে চলেছে। সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে থাকলাম।’
এছাড়াও অনেকে সিনেমার প্রযোজক ও পরিচালকেরও প্রশংসা করেছেন। খুব শিগগগিরই সিনেমাটি মুক্তি পাবে।