এবার ঈদে প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাবে কিনা তা নিয়ে সংশয়ে আছেন হল মালিক ও পরিচালকেরা। গত বছরের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি হল মালিকেরা। এবারও একই অবস্থা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়র পরও আবার করোনা প্রকোপ বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে হল মালিকেরা সিনেমা মুক্তি দিতে চাইলেও প্রযোজকরা আর্থিক ক্ষতির শংকায় রয়েছেন।
সম্প্রতি শান সিনেমার প্রযোজক আজাদ খান নিউজবাংলাকে জানিয়েছেন, ‘আমরা অনেকের সঙ্গেই কয়েক দফা আলোচনা করছি। আলোচনা করে আমরা শান সিনেমাটি মুক্ত না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। করোনার এমন পরিস্থিতিতে সিনেমা মুক্তি দিতে চাই না।’ তবে প্রযোজক নিশ্চিত করেছেন ওয়েব প্লাটফর্মে সিনেমা মুক্তি দেওয়া হবে না।
শান সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সিয়াম আহমেদ, পূজা চেরী ও তাসকিন রহমানকে। পরিচালনায় আছেন এম রহমান এবং চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। শান সিনেমাটি গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনা মহামারি কারণে চলতি বছর ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও ফের করোনা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রযোজক।