প্রবাসীদের জীবনের গল্প নিয়ে সিনেমা বানাতে চান তৌকির

গত মার্চে মুক্তি পেয়েছিল তৌকীর আহমেদের সর্বশেষ ছবি ‘স্ফূলিঙ্গ’, যা নিয়ে ছিলো আলোচনা ও সমালোচনা। নতুন সিনেমা তৈরির পরিকল্পনা করছেন এ অভিনেতা-নির্মাতা। ঈদে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি পাচ্ছে তৌকীরের সাড়া জাগানো ছবি ‘হালদা’।

এক জুম মিটিংয়ে নতুন পরিকল্পনা নিয়ে তৌকীর বলেন, “অনেক প্রবাসী রয়েছেন দেশের বাইরে। যাদের জীবন এক একটি গল্পের মতো। ইচ্ছা রয়েছে তাদের জীবনের গল্প নিয়ে ছবি বানানো।”

অবৈধ অভিবাসী শ্রমিকের লাশ নিয়ে মর্মস্পর্শী গল্পের সিনেমা ‘অজ্ঞাতনামা’ নির্মাণ করে এর আগে প্রশংসিত হয়েছিলেন তৌকীর। সম্প্রতি জানা গেছে তৌকীর যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। তার পরিবারের অনেকেই ইতিমধ্যে সেখানে বসবাস শুরু করেছেন। এ প্রসঙ্গে বলেন, “আমি কিন্তু পরিবারসহ আমেরিকায় স্থায়ীভাবে থাকছি না, অন্তত তিন মাস পর পর দেশে আসার ইচ্ছা রয়েছে।”

২০১৭ সালে ‘হালদা’ হলে মুক্তি পেলেও বঙ্গবিডির আয়োজনে ঈদের প্রথম দিন ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে দেখানো হবে। তিশা ছাড়াও এ ছবিতে আছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু ও রুনা খান।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন