৪ মে কঙ্গনা রানাওয়াতের টুইটার স্থায়ীভাবে স্থগিত করে দেওয়া। এরপরে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত কু-এ যোগ দেন। কু-এর সহ-প্রতিষ্ঠাতা অপ্রমেয় রাধাকৃষ্ণ সম্প্রতি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের যোগদানকে সাধুবাদ জানান।
অভিনেত্রী কঙ্গনা কু-তে যোগ দিয়েই প্রথম পোস্ট শেয়ার করেন, ‘নমস্কার জানাই সকলকে। ‘ধাকড়’ ছবির কলাকুশলীরা এখন দুপুরে খাবারের বিরতি পেয়েছে। এটা আমার কাছে নতুন মঞ্চ। তাই বুঝতে সময় লাগবে। কিন্তু ভাড়া বাড়ি চিরকাল ভাড়া বাড়িই থাকে। নিজের বাড়িতে যেন শান্তি।’
অভিনেত্রী কঙ্গনার করা এই পোস্টটি নিজের কু টাইমলাইনে শেয়ার করেন অপ্রেময় রাধাকৃষ্ণ। শেয়ার করে তিনি লিখেন, ‘এটা কঙ্গনার প্রথম ‘কু’। তিনি ঠিক বলেছেন। এটি তার নিজের বাড়ির মতো। অন্য সব যেন ভাড়া বাড়ি।’
অপরদিকে ‘কু’ এর আরেক সহ প্রতিষ্ঠাতা ময়াঙ্ক বিড়াওয়াটকাও কঙ্গনাকে স্বাগতম জানিয়েছেন সেই প্লাটফর্মে। ময়াঙ্ক লিখেছেন, ‘কঙ্গনাজি, এটা আপনার নিজের বাড়ি। এখনে স্ব-সম্মানে আপনি নিজের মতামত প্রকাশ করুন।’