চলে গেলেন অনুপ ভট্টাচার্য

প্রয়াত হলেন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও সুরকার অনুপ ভট্টাচার্য। ৬ মে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৭বছর। প্রয়াত এই শিল্পী দীর্ঘ দিন যাবত হৃদরোগ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।

প্রয়াত সুরকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ। আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে। অনুপ ভট্টাচার্যের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

১৯৪৪ সালের ১৪ জুলাই সিলেট শহরে জন্মগ্রহণ করেন অনুপ ভট্টাচার্য। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, নোঙর তোলো তোলো’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে’ – এমন অনেক ঐতিহাসিক গানের অন্যতম কণ্ঠশিল্পী অনুপ ভট্টাচার্য। বিজয় দিবস, স্বাধীনতা দিবসে এই সকল গান গুলোই বারবার আমাদের স্মরণ করে দেয় মুক্তির কথা।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন