কঙ্গনার হয়ে মাঠে নামলেন রঙ্গোলী চান্ডেল। বাংলা বিধানসভার নির্বাচনে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ এনে বন্ধ করে দেয়া হয়েছে কঙ্গনা রানাওয়াতের টুইটার অ্যাকাউন্ট। কঙ্গনাকে বয়কটেরর ঘোষণা দেন আনন্দ ভূষণ ও রিমঝিম দাদু নামের বলিউডের দুই ফ্যাশন ডিজাইনার। তারা জানিয়েছেন, তারা কঙ্গনার সঙ্গে কোনো ব্যবসায়িক সম্পর্ক রাখবেন। এমনকি আগের করা সব কাজ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেয়া হবে বলেও জানানো হয়।
ডিজাইনার আনন্দ ভূষণ টুইট করেছেছেন, ‘এই ঘটনার পর আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে কঙ্গনা সম্পর্কিত সব কাজ আমরা মুছে দিচ্ছি। ভবিষ্যতে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা হবে না। আমাদের সংস্থার তরফ থেকে আমরা দিচ্ছি। কারণ বরাবরই আমাদের সংস্থা বিদ্বেষমূলক মন্তব্যের বিরোধী।’
আর এই কারণেই ক্ষোভ প্রকাশ করেছেন রঙ্গোলি চান্ডেল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রঙ্গোলি লিখেছেন, ‘এই আনন্দ ভূষণ নামক ব্যক্তি কঙ্গনার নাম করে নিজের পরিচিতি তৈরির চেষ্টা করছেন। কঙ্গনার সঙ্গে কোনোভাবেই সে যুক্ত নয়। এমনকি, আমরা একে চিনিও না.. কোনো ব্রান্ড শুটের জন্য কঙ্গনা কয়েক কোটি টাকা নেন। আর এডিটোরিয়াল শুটের কথা আলাদা! তারা কোন ব্রান্ড বেছে নেবেন তাতে আমাদের হাত থাকে না।’
রঙ্গোলি আরো লিখেছেন, এই অখ্যাত ডিজাইনার কঙ্গনার নাম ব্যবহার করে নিজেকে জনপ্রিয় করার চেষ্টা করছেন। এর বিরুদ্ধে কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রঙ্গোলি। সেই সাথে আনন্দ ভূষণকে ট্যাগ করে রঙ্গোলি বলেছেন, ‘আপনাকে কেউ চেনে না। তাই নিজের বাড়িতে চুপ করে বসে থাকুন।’