শুটিং করতে মানতে হবে এই নিয়মগুলো

টলিউড পাড়ার তারকাদের করোনা সংক্রমণ হলে মিটিংয়ে বসেছিল আর্টিস্ট ফোরাম, প্রোডিউসারস গিল্ডসহ বেশকিছু সংগঠন। করোনা সংক্রমণ এড়াতে নিয়ম-কানুনও বেঁধে দেওয়া হল, শুটিংয়ের সময় নিয়মগুলো মানা আবশ্যিক করা হল।

কোনো শিল্পী যদি কোভিড পরিস্থিতিতেও কাজ করতে আগ্রহী হন, করবেন। কাউকে জোর করা যাবে না। পরের সপ্তাহে তিনি কাজ করতে পারবেন কিনা তা আগে থেকেই জানাতে হবে। শুটিং না করতে চাইলে মেনে নেয়া হবে কিন্তু তিনি অন্য কোনো প্রকল্পেরও অংশ হতে পারবেন না। নিয়মের ব্যত্যয় হলে সেই শিল্পীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে আর্টিস্ট ফোরাম।

শুটিং স্পটেও কাজ করার নিয়ম জারি করা হয়েছে। রোটেশন পদ্ধতিতে কাজ চলবে। একসাথে ৩৫ জনের বেশি শুটিং ফ্লোরে থাকতে পারবে না। অভিনেত্রী-অভিনেতা বাদে সকলকেই মাস্ক পরে থাকতে হবে।

নির্দিষ্ট করে খাবার খেতে হবে। অন্য কেউ উপস্থিত থাকলে অবশ্যই মাস্ক পরে থাকতে হবে। মেকাপের যাবতীয় সরঞ্জাম এবং বাথরুম স্যানিটাইজ করতে হবে। এছাড়া প্রত্যেক শিল্পীকে ভ্যাকসিন নিতে হবে।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন