বাংলাদেশ থেকে মরুভূমিতে হিরো আলম!

বাংলা ভাষা থেকে শুরু করে হিন্দি, চায়না ভাষায় গান গাওয়ার পর এবার হিরো আলম গান গাইলেন আরবি ভাষায়। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন আরবি গানের মিউজিক ভিডিওর ট্রেইলার। প্রকাশিত ট্রেইলার দেখা যাচ্ছে মরুভূমিতে দাঁড়িয়ে শেখের পোশাকে আরবি ভাষায় গান গাইছেন তিনি।

‘বাবু খাইসো’ গান দিয়ে যাত্রা শুরু করে অভিনেতার খেতাবের সাথে গায়কের তালিকায়ও নিজের নাম যুক্ত করেছেন হিরো আলম। এরপর একের পর এক গান তার নিজস্ব চ্যানেলে প্রকাশ করছেন।

কিন্তু প্রশ্ন জাগছে এই করোনা মহামারি তার ওপর লকডাউন এমন সময় কি করে মরুভূমিতে গিয়ে গানের শ্যুটিং করলেন হিরো আলম ? তবে হিরো আলম সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আরব নয় যমুনার চরে এই গানের মিউজিক ভিডিওর শ্যুটিংয়ের কাজ সম্পন্ন করেছেন তিনি এবং খুব তাড়াতাড়ি মুক্তি পাবে এই গান। হিরো আলমের মতে রমজান মাসকে মাথায় রেখে তিনি এই গান তার ভক্তদের জন্য নির্মাণ করেছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন