ঘুসি খেয়ে অজ্ঞান হলেন অভিনেত্রী

দঙ্গাল গার্ল অভিনেত্রী ফাতিমা সানা শেখ। খুব অল্প বয়স থেকেই চাইল্ড আর্টিস্ট হিসেবে বহু সিনেমায় অভিনয় করেছেন। কর্মাশিয়াল কাজও করেছেন অনেক। তবে জনপ্রিয়তা লাভ করেন ‘দঙ্গাল’ সিনেমার মাধ্যমে।

সম্প্রতি এই অভিনেত্রী তার সাথে ঘটে যাওয়া এক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। আর এই খারাপ সময়ে পরিবার থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছিলেন ফাতিমা শেখ। হিন্দুস্তান টাইমসকে তিনি জানান, জিম থেকে বাড়ি ফিরছিলেন এমন সময় এক অজ্ঞাত ব্যক্তি তার পিছু নেন। তাকে একা পেয়ে তার সাথে অশ্লীল আচরণ করেন।

একটা পর্যায় গিয়ে তার সাথে কথা-কাটাকাটি শুরু হয়, বাড়তে থাকে ঝামেলা। অভিনেত্রী লোকটিকে হুমকি দেন এবং পরবর্তীতে বাধ্য হয়ে তাকে চড় মারেন। লোকটিও তাকে চড় মারেন এবং এক ঘুসি দিয়ে অজ্ঞান করে ফেলেন কিছু সময়ের জন্য।

অভিনেত্রী আরও জানান, তিনি বাবাকে ফোন করেন তার বাবা কয়েকজন লোক সাথে নিয়ে আসেন এবং লোকটিকে প্রচন্ড মারধর করেন। বাবা দাদারা মিলে উচিত শিক্ষা দেন লোকটিকে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন